নাকের কালো দাগ দূর করার উপায় / How To Remove Blackheads On Nose At Home In Bangla
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>নখ সাদা করার উপায়
নাকের সুন্দর ডগাখানি দেখতে বেমানান লাগে, যখন নাকে কালো দাগ পড়ে। নাকের উপর এই কালো দাগগুলোকে ব্ল্যাকহেডস বলে । রোদ আর ধুলাবালুর প্রকোপে ব্ল্যাকহেডস এর থেকে মুক্তি পাওয়াটা অনেক কঠিন একটি কাজ। কিন্তু আমরা চাইলে নিয়মিত ত্বকের যত্ন নিয়ে ব্ল্যাকহেডস/নাকের কালো দাগ থেকে রেহাই পেতে পারি। একজন বিখ্যাত রূপবিশেষজ্ঞের মতে,‘গরমের সময় ঘাম আমাদের ত্বকের কোষগুলো অস্বাভাবিক ভাবে প্রসারিত হতে থাকে। ফলে এর ভেতর ধুলা-বালু ঢুকে,শুরুতে হোয়াইটহেডস বা সাদা শাল তৈরি হয়।পরে এগুলো ব্ল্যাকহেডসে পরিণত হয়। শুরু থেকেই যদি হোয়াইটহেডস বা সাদা শালগুলোকে আমরা দূর করতে পারি,তাহলে কালো দাগ বা ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কালো দাগ বা ব্ল্যাকহেডস দূর করার জন্য বাজারে`বিভিন্ন ধরনের পিল অফ মাস্ক বা ক্রিম কিনতে পাওয়া যায় কিন্তু সে সব পিল অফ মাস্ক বা ক্রিম এ অনেক বেশি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই আমাদের উচিৎ নাকের কালো দাগ বা ব্ল্যাকহেডস ঘরোয়া উপায়ে দূর করার চেষ্টা করা।
পরিষ্কার-পরিচ্ছন্নতাঃ- সৌন্দর্য রক্ষা করার অন্যতম প্রধান শর্ত হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। নিয়মিত নাক-মুখ পরিষ্কার করে রাখলে নাকের কালো দাগ বা ব্ল্যাকহেডস হওয়ার সম্ভাবনা অনেকটা কম।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>জ্বর কমানোর ঘরোয়া উপায়
বরফঃ- আমাদের মনে রাখতে হবে,আমাদের কোষের প্রসারণের ফলে তাতে ধুলা--বালু জমে ব্ল্যাকহেডস বা কালো দাগের সৃষ্টি হয়। অতিরিক্ত গরমের কারণে এটি হয়ে থাকে। অনেক সময় আমরা রূপচর্চার সময় গরম ভাপ নিয়ে থাকি তার ফলেও এটি ঘটতে পারে।সেই কারনে রূপচর্চার সময় গরম ভাপ নেওয়ার পরে বা প্রচন্ড রোদের তাপে ঘেমে বাড়িতে ফেরার পরে, আমাদের অবশ্যই একটি বরফের টুকরা দিয়ে চোয়ালে ও নাকে কিছুক্ষন মালিশ করা উচিৎ। এর ফলে আমাদের কোষগুলো আবার সংকুচিত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>ঘাড় ব্যথার কারণ ও প্রতিকার
ম্যাসাজ ক্রিম ও পেট্রোলিয়াম জেলিঃ- আমাদের মধ্যে যারা নাকে হোয়াইটহেডস বা সাদা শালের উপস্থিতি টের পাচ্ছেন, তারা যেকোনো ধরণের ম্যাসাজ ক্রিম বা লোশন ম্যাসাজ ক্রিম ও পেট্রোলিয়াম জেলি এক সাথে মিস্ক করে হালকা হাতে নাকে কিছুক্ষন মালিশ করুন। পরবর্তীতে নাকের ত্বক নরম হয়ে গেলে কুসুম গরম পানিতে একটি পরিষ্কার রুমাল ভিজিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে নাকের সাদা শালগুলো তুলে ফেলতে পারেন।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>> দ্রুত ব্রণের দাগ দূর করার উপায়
ডিম ও লেবুঃ-আমরা ডিমের সাদা অংশের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিস্ক করে নাকে লাগাতে পারি। লাগিয়ে ফেলার পর এর উপর একটি কোমল পাতলা কাপড় দিতে হবে।এরপর যখন শুকিয়ে যাবে তখন টান দিয়ে উঠিয়ে ফেলতে হবে। এর ফলে নাকের কালো দাগ বা ব্ল্যাকহেডস সম্পূর্ণ উঠে যাবে।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>জিহ্বায় ঘা হলে কি করনীয়
শসা ও লেবুর রসঃ-প্রাকৃতিকভাবে লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও কালো দাগ দূর করতে অনেক সাহায্য করে। ব্লিচিং এজেন্ট হিসেবেও লেবুর রস অনেক উপকারি। তবে সরাসরি লেবুর রস মুখে লাগালে সমস্যা হতে পারে, এই কারনে লেবুর রস এর সাথে শসার রস মিক্স করে লাগানো যেতে পারে। লেবুর রসের সাথে শসার রস মিক্স করে পরিষ্কার একটি তুলার সাহায্যে ১০-১৫ মিনিট কালো দাগ এ ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। সপ্তাহে অন্তত ৩-৪ বার এভাবে লাগালে কিছুদিনের মধ্যেই আশা করি এর সুফল পাওয়া যাবে।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>> নাক বন্ধ হলে করনীয়
আলুর রসঃ- মেলানিন নামক একটি উপাদান থাকে আমাদের ত্বকে।এই মেলানিন নামক উপাদানটি বেড়ে যাওয়ার কারনে ত্বকে কালো দাগের সৃষ্টি হয়। আমরা জানি, ত্বকের কালো দাগ দুর করতে আলুর রসের ভূমিকা অনেক বেশী।
এই কারণে আলু প্রথমে ছোট ছোট করে কেটে। নাকের যে জায়গায় কালো দাগ রয়েছে, সেই জায়গাগুলোতে ১৫-২০ মিনিট আলুর স্লাইস দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। চাইলে আমরা আলু ব্লেন্ড করে রস তৈরি করেও নাকের কালো দাগে লাগাতে পারি। এরপর একটি পরিষ্কার তুলার সাহায্যে নাকের কালো দাগে ম্যাসাজ করে নিতে হবে।এতে কিছু দিনের ভাল ফলাফল পাওয়া যাবে।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>কোমর ব্যথার ঘরোয়া চিকিৎসা
টমেটোঃ-যেকোনো ধরনের কালো দাগ দূর করতে টমেটো অনেক ভাল কাজ করে। কারণ টমেটোতে ভিটামিন সি ও ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণের । তাছাড়া টমেটোতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এই সবকয়টি উপাদানই ত্বকের কালো দাগ দূর করতে অনেক ভাল কাজ করে।
তাই একটি পাকা টমেটো নিয়ে স্লাইস করে কেটে এতে সামান্য চিনিও মিশিয়ে নিতে পারি। এরপর হালকা হাতে আলতোভাবে মুখে ম্যাসাজ করে নিতে হবে। টমেটোর রস ও চিনির মিশ্রণটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে অনেক ভাল কাজ করে।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>মুখের তৈলাক্ততা দূর করার উপায়
অ্যালোভেরা জেলঃ-অ্যালোভেরা জেলের কার্যকারিতা ও গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি অনেক কিছুই জানি।আমাদের মধ্যে যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে , তারা সরাসরি গাছের অ্যালোভেরা কেটে জেল ব্যবহার করতে পারি।আবার সরাসরি অ্যালোভেরা গাছ থেকে পাতা ছিরে মুখে লাগালে এলারজি হতে পারে ,এ ক্ষেত্রে পাতাটি কিছুক্ষন পানিতে ভিজিয়ে রেখে তারপর জেল বের করে মুখে লাগান জেতে পারে। ত্বকের যেকোনো ধরণের কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল খুব ভাল কাজ করে।
রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অ্যালোভেরা জেল মেখে রেখে সকালে নরমাল পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে। এভাবে আমরা এটি সপ্তাহে কমপক্ষে ২-৩ বার ব্যবহার করতে পারি। ব্ল্যাকহেডসের পাশাপাশি এটি চশমার কালো দাগও দূর করতে অনেক সাহায্য করে।
Read More>>ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়
মধুঃ- আমরা আমাদের আঙুলের ডগায় একটু মধু নিয়ে নাকে ও চোয়ালে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষন ধরে মালিশও করতে পারি । এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলতে পারি ।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>চোখের পাপড়ি ঘন করার উপায়
চালের গুড়া ও টক দইঃ-চালের গুঁড়ার সাথে দুই-তিন ফোঁটা মধু ও টক দই মিক্স করে স্ক্রাবার হিসেবেও আমরা নাকে-চয়ালে ব্যবহার করতে পারি। এরপর হালকা মালিশেই আমরা ব্ল্যাকহেডস দূর করতে পারি।
নাকের কালো দাগ দূর করার উপায় /How To Remove Blackheads On Nose At Home In Bangla |
Read More>>চোখের লাল কমানোর ঘরোয়া উপায়
আমাদের মধ্যে যাদের ব্ল্যাকহেডস এর মধ্যেই অনেক শক্ত হয়ে গেছে, তাঁরা ওপরের যেকোনো একটি উপায় অনুসরণ করে ব্ল্যাকহেডস দূর করার একটি ক্লিপের সাহায্য নিতে পারি । বাজারে একধরনের চিকন ক্লিপ পাওয়া যায়, যেটি কেবল মাত্র ব্ল্যাকহেডস দূর করার কাজেই ব্যবহার করা হয়। এই ক্লিপ দিয়ে হালকা চাপ দিলেই ভেতরের বাড়তি অংশটি বেরিয়ে আসে, যা আমাদের সৌন্দর্যের বাধা সৃষ্টিকরে।
0 মন্তব্যসমূহ