চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
চোখ লাল হওয়ার কারণ হলোঃ-
১) দীর্ঘ সময় ধরে পুকুর বা জলাশয়ে গোসল করা।
২) আমরা যদি নিয়মিত নিয়মিতভাবে চোখে কাজল দেই তাহলে চোখ লাল হতে পারে।
৩) যদি কেউ খুব বেশি কাদে বা শীতের সকালে ঠাণ্ডা হাওয়ায় হাঁটাচলা করে তাহলে চোখ লাল হয়ে যেতে পারে।
৪)চোখের কোন সার্জারি বা অস্ত্রোপচার করলে চোখ লাল হয়ে যেতে পারে।
৫) ভাল ভাবে না জেনে চোখে কোন ওষুধ ব্যবহার করলে চোখ লাল হয়ে যেতে পারে।
৬) আমাদের মধ্যে যাদের দৃষ্টিশক্তিতে সমস্যা আছে তাদের চোখ অল্পতেই লাল হয়ে যেতে পারে।
৭) পড়ার ইচ্ছা না থাকা সত্বেও যদি কেউ জোর করে পড়াশোনা করে তাহলেও চোখ লাল হয়ে যেতে পারে।
৮) এলার্জি জাতীয় খাবার খেলেও চোখ লাল হয়ে যেতে পারে।
৯)কোনরকম ধুলাবালি চোখে গেলে চোখ লাল হয়ে যেতে পারে।
১০) লেদ মেশিন দিয়ে কাজ করার সময় যদি কোনো লোহার টুকরা চোখে যায় তাহলে চোখ লাল হয়ে যেতে পারে।
১১) আমাদের নেত্রনালি বন্ধ হয়ে গেলেও চোখ লাল হয়ে যেতে পারে।
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
চোখের লাল কমানোর কিছু টিপসঃ-
১) রোদ এবং ধুলো-বালি থেকে চোখকে রক্ষা করার জন্য রোদ চশমা ব্যবহার করা যেতে পারে।
২) বিভিন্ন ধরনের চোখের সমস্যা যেমন:- চোখে ছানি পড়া,চোখ লাল হওয়া, বা অন্য কোন চোখের রোগ হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।
৩) আমাদের চোখের ভিতরে কাজল বা অন্য কোন মেকআপ এর প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
৪) চোখ লাল হওয়ার পাশাপাশি যদি চোখে ঝাপসা দেখা শুরু হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবএ।
৫) সাবান ব্যবহারে সতর্ক থাকতে হবে যাতে কোনভাবে সাবানের ফেনা চোখে না চলে যায় এবং
এর পাশাপাশি মাথায় খুশকি হলে তা দূর করার জন্য পদক্ষেপ নিতে হবে।
৬) টিভি, মোবাইল এবং কম্পিউটার ব্যবহারে অনেক সতর্ক থাকতে হবে।
৭) দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে।
৮) আমাদের উচিত বেশি করে হলুদ ফলমূল খাওয়া।
৯) যাদের হাই প্রেসার ডায়াবেটিস আছে তাদের উচিত কম হলেও বছরে একবার করে চোখের ডাক্তারের কাছে যাওয়া।
১০) আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে।
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>রোজার ডায়েট চার্ট
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়ঃ-
গ্রিন টিঃ- গ্রিন টি খাওয়ার পরে টি প্যাক ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে চোখের ওপর দিয়ে রাখলে চোখের লাল, ফোলা ভাব ও ব্যথা অনেকটাই কমে যাবে।
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>দ্রুত ব্রণের দাগ দূর করার উপায়
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায়
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>নাক বন্ধ হলে করনীয়
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>চোখের পাপড়ি ঘন করার উপায়
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>মুখের তৈলাক্ততা দূর করার উপায়
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>কোমর ব্যথার ঘরোয়া চিকিৎসা
হিউমিডিফাইয়ারঃ- যখন শুষ্ক বাতাস এর ফলে চোখ লাল হয়ে যায় এবং চোখ শুকিয়ে চোখে জ্বালাপোড়া করে তখন হিউমিডিফায়ার নামক এই যন্ত্রটি ব্যবহার করলে চোখের জ্বালাপোড়া এবং লাল ভাব কমাতে সাহায্য করবে এবং চোখকে শীতল রাখতে সাহায্য করবে।
চোখের লাল কমানোর ঘরোয়া উপায়/Red Eye Treatment Bangla |
Read More>>চোখ উঠলে করণীয়
এই সকল পদ্ধতি গুলো অবলম্বন করার পরেও যদি চোখের ফোলা ভাব ও চোখের লাল না কমে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।
0 মন্তব্যসমূহ