হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
হাঁটু ব্যথা শিশু, কিশোর ,বৃদ্ধ যেকোনো বয়সে হতে পারে । আর্থাইটিস বা আঘাত জনিত কারণে এ ব্যথা হতে পারে। হাড় ক্ষয়ের কারণ এ বেশির ভাগ রোগীর হাটুর ব্যাথা হয়ে থাকে। 30 বছর বয়সের পর হাড় ক্ষয় দেখা দেয় ।নারীদের এই সমস্যা বেশি হয়ে থাকে পুরুষদের তুলনা। নারীদের ক্ষেত্রে হাড় ক্ষয় বেশি দেখা দেয়। তবে এই সমস্যায় যারা ভুগছেন , তারা কিছু ব্যায়াম এবং সঠিক চিকিৎসা করলে ভাল ফলাফল পাবেন ।
হাঁটু ব্যথার কারণঃ-
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
যে কারণে হাঁটুর অস্টিও আর্থাইটিস হয়ঃ-
বয়সঃ--মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মানবদেহে হাড় ক্ষয় দেখা দেয়। 45 বছর থেকে 50 বছরের ঊর্ধ্বে বেশিরভাগ মানুষের ভিতরে হাড় ক্ষয় দেখা যায়।
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>দ্রুত ব্রণের দাগ দূর করার উপায়
সাধারণ বাসায় একটি কথা আছে দুই তলা বিশিষ্ট একটি ভবন যে পিলার দিয়ে তৈরি করা হয় তার উপরে 5 তলা বিশিষ্ট ভবন তৈরি করলে পিলার তো ভেঙ্গে যাবে কারণ সে অতিরিক্ত ওজন বহন করতে পারেনি।
তাই মানুষের শরীরের অতিরিক্ত ওজন হাটুতে অনেক বেশি চাপ সৃষ্টি করে যার ফলে হাঁটুর ব্যথা সৃষ্টি হয়। ফুলে যায় এবং হাড় ক্ষয়ের মতো কঠিন রোগ হয়।
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায়
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>নাক বন্ধ হলে করনীয়
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>চোখের পাপড়ি ঘন করার উপায়
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>চোখের লাল কমানোর ঘরোয়া উপায়
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>মুখের তৈলাক্ততা দূর করার উপায়
২) হাটে নাড়াচাড়ায় শব্দ অনুভূতি হয়।
৩) হাটুতে গরম অনুভুতি হাওয়া।
৪) হাটু ভাজ করতে না পারা।
৫) হাঁটু ফুলে যাওয়া।
৬) হাঁটুতে ব্যথা।
Read More>>ভ্রু ঘন করার উপায়
হাঁটু ব্যথার ঘরোয়া চিকিৎসাঃ-
১)অনেক দীর্ঘ সময় ধরে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাবে না।
২) সিঁড়ি দিয়ে খুব বেশি ওঠানামা করা যাবে না।
৩) যখন হাঁটুতে ব্যথা থাকবে তখন যতটুকু সম্ভব বিশ্রাম করতে হবে।
৪) আমাদের উচিত যখন হাঁটুতে ব্যথা করবে তখন হাই কমোড ব্যবহার করা।
৫) আমাদের উচিত হাটার সময় হাঁটুর সাপোর্ট হিসেবে কোন কিছু ব্যবহার করা।
৬) বসা থেকে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে না গিয়ে কোন কিছুর সাপোর্ট নিয়ে তারপর দাঁড়ানো উচি।
৭)নামাজের ক্ষেত্রে আমাদের উচিত যখন হাঁটু ব্যথা করবে তখন বসে নামাজ পড়া।
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>কোমর ব্যথার ঘরোয়া চিকিৎসা
১)যদি হাটু ফোলা থাকে তাহলে ফোলা কমাতে হবে।
২) যদি হাটুতে তাপমাত্রা বেড়ে যায় তাহলে আইস প্যাক কিছুক্ষণের জন্য হাটুতে ধরে রাখলে তাপমাত্রা স্বাভাবিক হবে।
৩) যদি হাটু ঠান্ডা হয়ে থাকে তাহলে বুঝতে হবে ঠান্ডার কারণে ব্যথা করে তখন গরম সেক দেওয়া যেতে পারে।
হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার/Knee Pain Treatment Bangla |
Read More>>চোখ উঠলে করণীয়
যদি হাঁটু ব্যথা তীব্র মাত্রা ধারণ করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
0 মন্তব্যসমূহ