ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

মানুষের চেহারার সৌন্দর্যের আসল রহস্য হলো তাদের চোখের ভ্রু।একজন মানুষের চেহারার গঠন তখনই সুন্দর লাগবে যখন তার ভ্রু দুটি সুন্দর হবে। যখন একজন মানুষের ভ্রু খুবই পাতলা থাকে তখন তাকে দেখতে ভালো লাগেনা। যখন কোন মানুষের ভ্রু  খুবই ঘন এবং সুন্দর আকৃতির হয় তখন তার চেহারা দেখতে খুবই ভালো লাগে। 

কিছু কিছু মানুষের ভ্রু জন্ম থেকেই অনেক পাতলা হয়ে থাকে। আমরা চাইলে বিশেষ যত্নের মাধ্যমে সহজেই  আমাদের চোখের ভ্রুকে কালো,  ঘন এবং সুন্দর করতে পারি।

ভ্রু ঘন করার পূর্বে আমাদের জানতে হবে ভ্রু কেন পাতলা হয়ঃ-

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

১) সন্তান প্রসবের পরে অথবা গর্ভাবস্থায়ও  অনেকের ভ্রু পাতলা হয়ে যেতে পারে। 

২) অনেক সময় অপুষ্টিজনিত কারণেও ভ্রু পাতলা হয়ে যেতে পারে।

ভ্রু ঘন করার ঘরোয়া উপায়ঃ- 

পিয়াজঃ- পিয়াজের বিভিন্ন ধরনের উপকারী উপাদান থাকে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।  একটি পেঁয়াজ প্রথমে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। 

এরপর সেটি ভালোভাবে ভ্রু তে এপ্লাই করতে হবে। তারপর কিছু পরিমাণ  তুলো লেবুর রসে ভিজিয়ে তারপর সেটি দিয়ে ভ্রু পরিষ্কার করতে হবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>বাচ্চাদের দ্রুত জ্বর কমানোর উপায়

ডিমঃ-  আমরা সকলেই কম বেশি জানি ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তাই প্রতিদিন নিয়ম করে ডিমের সাদা অংশ চোখের ভ্রুতে লাগাতে হবে।এরপর 20 মিনিট অপেক্ষা করে সেটি ধুয়ে ফেলতে হবে। আমরা যদি নিয়মিত এই পদ্ধতি অবলম্বন করি তাহলে খুব সহজেই আমাদের চোখের ভ্রু অনেক ঘন এবং মোটা হয়ে যাবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>শ্বাসকষ্ট হলে করণীয়

লেবুঃ- লেবুর রস আমাদের ভ্রুর ঘনত্ব বাড়াতে অনেক সাহায্য করে। প্রথমে আমাদের এক টুকরো লেবু নিতে হবে এবং সেটি ভালো করে চোখের ভ্রুতে ঘষে নিতে হবে। তারপর কমপক্ষে 20 মিনিট অপেক্ষা করে তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আমরা যদি প্রতিদিন রাতে এই পদ্ধতি অবলম্বন করি তাহলে খুব সহজেই ভালো ফলাফল পাওয়া যাবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>মুখের কালো দাগ দূর করার উপায়

পেট্রোলিয়াম জেলিঃ- প্রাকৃতিক উপায় ভ্রু ঘন করতে ময়েশ্চারাইজারের  কোন বিকল্প নেই। আমাদের উচিত প্রতিদিন গোসলের পর  ভ্রুতে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা। আমরা যদি এটি দিনে তিন থেকে চার বার ব্যবহার করি তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। 

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>খুব তাড়াতাড়ি চিকন হওয়ার উপায়

মেথিঃ- মেথি  চুল এবং চোখের ভ্রু  উভয়ের ঘনত্ব বৃদ্ধিতে অনেক সাহায্য করে। সামান্য পরিমাণ মেথির গুড়ার সাথে পরিমান মত পানি নিয়ে ভালো করে মিক্স করে চোখের ভ্রুতে লাগাতে হবে। এরপর প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে  হবে। আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে খুব সহজে চোখের ভ্রুর ঘনত্ব বৃদ্ধি পাবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay


Read More>>নাকের কালো দাগ দূর করার উপায় 

আঁচড়ানোঃ- নিয়মিত আঁচড়ালে যেমন আমাদের চুল দ্রুত লম্বা হয় ঠিক তেমনি নিয়মিত ভ্রু আঁচড়ানোর মাধ্যমে আমরা চোখের ভ্রুর ঘনত্ব বাড়াতে পারি। তাই আমাদের উচিত ঘন ঘন চোখের ভ্রু   আচঁড়ানো।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>মাথা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

অ্যালোভেরা জেলঃ- আমরা যদি প্রতিদিন গাছের খাঁটি এলোভেরা জেল চোখের ভ্রুতে লাগাতে পারি তাহলে খুব সহজেই আমাদের চোখের ভ্রুর ঘনত্ব বাড়বে এবং কালো ও ঘন হবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay


অলিভ অয়েলঃ- আমরা সকলেই জানি অলিভ অয়েল ত্বক এবং চুলের যত্নে খুবই কার্যকর ভূমিকা পালন করে। 
তাই আমরা যদি সপ্তাহে প্রতিদিন নিয়ম করে চোখের ভ্রুতে অলিভ অয়েল লাগাতে পারি  তাহলে খুব দ্রুতই আমাদের চোখের ভ্রু ঘন হবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>নখ সাদা করার উপায়

বাদাম তেলঃ- বাদাম তেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই যা আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী।  তাই আমরা যদি চোখের ভ্রু কে ঘন, কালো  এবং সুন্দর করতে চাই তাহলে বাদাম তেলের কোন বিকল্প নেই।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay


নারিকেল তেলঃ- নারিকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ।যা সাধারণত আমরা চুলের  যত্নের কাজে ব্যবহার করি। 
নারিকেল তেল একদিকে যেমন চুলের বৃদ্ধিতে সহায়তা করে  ঠিক অন্যদিকে চুলকে ঘন করতে সাহায্য করে। তাই আমরা যদি চোখের ভ্রু ঘন করতে চাই তাহলে অবশ্যই নারিকেল তেল ব্যবহার করতে হবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>মাংস রান্নার রেসিপি

ক্যাস্টর অয়েলঃ- ক্যাস্টর অয়েল চুল ও ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। ক্যাস্টর অয়েলে থাকা বিভিন্ন উপাদান চুলকে ঘনকালো এবং সুন্দর করতে সাহায্য করে। যদি আমরা চোখের ভ্রু কে প্রাকৃতিক উপায় ঘন এবং কালো করতে চাই তাহলে অবশ্যই নিয়মিত ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

Read More>>ডাল রান্নার রেসিপি

এছাড়াও আমরা চাইলে কাজল, মাস্কারা বা কোন কারো ছেলের পাউডার দিয়ে ভ্রু আর্ট করে নিতে পারি। আর আমাদের ভ্রু প্লাক করার ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে এবং নিয়মিত চোখের ভ্রু পরিষ্কার করতে হবে।

ভ্রু ঘন করার উপায়/ Vuru Ghono Korar Upay

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ