নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

নাকের পলিপাস কিঃ-

 আমাদের প্রথমে জানতে হবে নাকের পলিপাস কি। এটা আসলে এক ধরনের একটি রোগ। এলার্জি জনিত কারণে নাকের পলিপাস সমস্যা হতে  পারে। আমরা সাধারণত নাক বন্ধ হয়ে গেলে মনে করি  নাকে পলিপাস সমস্যা হয়েছে কিন্তু না পলিপাস বলতে বোঝায় নাকের ভিতরে  থলের মত কিছু অংশ ঝুলে থাকা ।বর্তমানে নাকের পলিপাসের আধুনিক কিছু চিকিৎসা বের হয়েছে যা দ্বারা পলিপাস নির্মূল করা সম্ভব। কখনো আমাদের দুই  নাকের ছিদ্রের ভিতর পলিপাস দেখা দেয়। অথবা এক নাকের ছিদ্রের ভিতর পলিপাস সমস্যা হয়ে থাকে।

অনেক সময় দেখা যায়  রোগীর নাক বন্ধ হয়ে যায় যার ফলে নিঃশ্বাস করতে কষ্ট হয় মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিতে হয় এগুলোর জন্য দায়ী করা হয় প্রথমত  এলার্জির কারণ। পলিপাস সমস্যাগুলো হয়ে থাকে মূলত এলার্জি জনিত কারণে। অনেক সময় পলিপাস এমনভাবে মারাত্মক রূপ ধারণ করে যা সার্জারি ছাড়া কোন উপায় থাকেনা তাই আমরা অল্প সমস্যা যখন থাকে তখনই ডাক্তার দেখিয়ে এর সমস্যার সমাধান করে  ফেলবো। বর্তমানে অনেক আধুনিক উপায় পলিপাস অপারেশন করা হয় তাই সময় নষ্ট না করে খুব দ্রুত আমরা ডাক্তারের পরামর্শ নিব। 


নাকের পলিপাসের লক্ষণঃ-


১)নাক বন্ধ  থাকে এক নাকের ছিদ্র বন্ধ হতে পারে অথবা দুই নাকের ছিদ্র বন্ধ থাকতে পারে। 

২) নাক দিয়ে পানি পড়া। 

৩) বেশি হাঁচি হওয়া যেমন একসঙ্গে অনেকগুলো। 

৪) নাকে গন্ধ না পাওয়া।

৫) মাথা ব্যাথা হওয়া। অনেক সময় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি মাথাব্যথা হয়ে থাকে।

৬) নাকের সুরে কথা বলা অথবা না ক্যান ক্যান করে কথা বলা।

৭) মুখ হা করে কথা বলা।

৮) শ্বাসকষ্ট ভাব হওয়া এবং  বুকের ভিতর অস্থির ভাব হওয়া।  

৯)ঘুমালে নাক ডাকা অথবা নাকের ভেতরে শব্দ করা। 


নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

Read More>>ডাবের পানির উপকারিতা

পলিপাস থেকে মুক্তির টিপসঃ-


১) অ্যালার্জিজনিত সমস্যা কারণে পলিপাস হয়ে থাকে। তাই আমাদের মধ্যে যাদের অ্যালার্জি আছে তাদের সতর্ক থাকতে হবে।

২) এলার্জিজনিত খাবার থেকে দূরে থাকতে হবে।  আমাদের খাবার খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এলার্জিজনিত কোন খাবার আছে কিনা। 

৩) আমাদের মধ্যে যাদের পলিপাস সমস্যা আছে তাদের ধুলাবালি থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ ধুলোবালি নাকে গেলে নাক বন্ধ হয়ে যায়

এবং পলিপাসের সমস্যা মারাত্মক আকার ধারণ করে। আমাদের মধ্যে যাদের সমস্যা আছে তাদের অবশ্যই বাহিরে বের হওয়ার সময় মাক্স ব্যবহার  করা উচিত।

৪) পলিপাস সমস্যা থাকলে অবশ্যই ঠান্ডাজনিত খাবার খাওয়া থেকে বিরত থাকব। যেমনঃ আইসক্রিম, সফট ড্রিঙ্ক ইত্যাদি।

৫) পলিপাস সমস্যা সাধারণত আমাদের শীতের সময় বেশি হয়ে থাকে। আমাদের যাদের পলিপাস সমস্যা আছে তারা অবশ্যই ঠাণ্ডা পানিতে গোসল করব না। সব সময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করব। 

নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla
 

Read More>>গলা ব্যথা হলে করণীয় কি

পলিপাস থেকে  মুক্তির ঘরোয়া উপায়ঃ-


আমাদের মধ্যে যাদের পলিপাস সমস্যা আছে তারা পলিপাস থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ঘরোয়া উপায়ে ব্যবহার করতে পারি। আমরা যেহেতু কমবেশি সবাই ঠান্ডা জনিত সমস্যার কারণে পলিপাস হয়ে থাকে অতএব পলিপাস থেকে মুক্তি পাওয়ার জন্য  আমাদের ঘরে থাকা কিছু জিনিস দিয়ে পলিপাস থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারি।


হলুদঃ-আমরা সবাই জানি হলুদ আমাদের রান্না ব্যবহৃত একটি মসলা। এটি রান্নায় ব্যবহার ছাড়াও আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।

হলুদে আছে এন্টিবায়োটিক উপাদান যা আমাদের পলিপাস থেকে মুক্ত করতে সাহায্য  করে।  কাঁচা হলুদের রস করে আমরা খেতে পারি অথবা গরম পানির সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে আমরা পান করতে পারি। এভাবে কিছুদিন খেলে আমরা পলিপাস থেকে মুক্তি পাবো।


নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla


Read More>>স্বাস্থ্য নিয়ে উক্তি

রসুনঃ-আমাদের  সকলের বাসায়  রসুন পাওয়া যায় । কিছু গবেষণায় পাওয়া গেছে রসুনের ঔষধি গুন অনেক বেশি।  আমাদের শরীর রসুন পাকস্থলীর কার্যকরী ক্ষমতা বাড়ায়। বিশেষ করে রসুন নাকের পলিপাস সারাতে কার্যকর ভূমিকা পালন করে। রান্নার  রসুন ব্যবহারের পাশাপাশি আমরা কাঁচা খেতে পারি।  এতে খুব দ্রুত থেকে মুক্তি পাওয়া যাবে।

নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

Read More>>কপালে ছোট ছোট ব্রণ দূর করার উপায়

আদাঃ-আদা নাকের পলিপাস রাতে আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কাঁচা আদা কুচি করে খালি খেতে পারে। এছাড়া আদা দিয়ে রং চা খেতে পারি আমাদের মধ্যে কেউ রং চা পছন্দ না করলে শুধু আদা গরম পানি খেতে পারি এতে ভালো ফলাফল পাওয়া  যাবে। 


নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

Read More>>ঘুমানোর সঠিক নিয়ম

মধুঃ-মধুতে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুন।  মধুর গুণাবলী বলে শেষ করা যাবে না ।কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে পলিপাশ থেকে মুক্তি পাওয়া যাবে। নাকের পলিপাস যেহেতু ঠান্ডা জনিত সমস্যা এর থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল-বিকাল আমরা মধু গরম পানি মিশিয়ে খেতে পারি।


নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla


Read More>>হরমোন বেশি হলে কি হয়

কালোজিরাঃ-আমরা সকলেই জানি কালোজিরা মৃত্যু ব্যতিত সকল রোগের ঔষধ। তাই নিশ্চিন্তে আমরা কালোজিরা খেতে পারি। কালোজিরা খেতে একটু তেতো অনুভূতি হয় এতে আমাদের সমস্যা মনে হলে কালোজিরার সাথে মধু মিক্স করে খেতে পারি যার ফলে ভালো ফলাফল পাওয়া যাবে।


নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

Read More>>ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয়

মরিচঃ-আমরা সকলেই কম বেশি জানি কাঁচা মরিচে আছে ভিটামিন সি এবং শুকনো মরিচ আছে ভিটামিন এ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে।  মরিচ আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি যার ফলে আমাদের নাক বন্ধ হওয়া ছেড়ে যায় এবং পলিপাস থেকে মুক্তি পাওয়া যায়।

নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা/Polyps Treatment Bangla

Read More>>জ্বর কমানোর ঘরোয়া উপায়

এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও যদি দীর্ঘদিন ধরে নাক বন্ধ থাকে। নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ