ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
অনেক সময় বিভিন্ন কারণে আমাদের শরীরে বিভিন্ন স্থানে কেটে যায় । তার মধ্যে কিছু কিছু থাকে অনিচ্ছাকৃত বা কিছু কিছু আমরা আবেগের বশে করে ফেলি। দাগ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন সেটি আমাদের জন্য মোটেও কাম্য নয়। ইচ্ছাকৃত হলে আমরা তখন ঠিকই ব্লেড দিয়ে বিভিন্ন আঘাত করে থাকি কিন্তু পরবর্তীতে সেগুলোর দাগ নিয়ে খুবই ভোগান্তিতে ভুগি। তাই খুব কম মানুষই আছে যারা ইচ্ছেকৃত বা অনিচ্ছাকৃতভাবে হাত পা কেটে যাওয়ার পরে সেটির দাগ নিয়ে অনেক সমস্যায় ভোগে। শরীরের কাটা দাগ দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের মলম বা ক্রিম পাওয়া যায় এগুলো পার্শ্ব প্রতিক্রিয়ায় ভরা থাকে অনেক ক্ষেত্রে আমাদের চামড়ায় অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়াও আবার অনেকে আছে যারা বিভিন্ন সার্জারি বা লেজারের মাধ্যমে ত্বকের দাগ দূর করার চেষ্টা করে। কিন্তু যদি এটি আমাদের দেহের সাথে সুট না করে তখন মারাত্মক বিপর্যয় দেখা দেয়। আবার অনেকে আছে পার্লারে গিয়ে বিভিন্ন ফেসিয়াল বা ক্রিম ব্যবহার করে কাটা দাগ দূর করতে চায়। এগুলো খুব ফলাফল কিছু ক্ষেত্রে অনেক ভয়ানক হতে পারে যেমন অনেক সময় এর ফলে স্কিন ক্যান্সার হতে পারে। তাই আমাদের উচিত সকল কিছুর বৃহত্তর সমাধান খোঁজার আগে প্রাথমিক পর্যায়ে ঘরোয়া সমাধান খোঁজা। এতে খুব সহজেই এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা খুব ভালো ফলাফল পেতে পারি।
অ্যালোভেরা জেলঃ- ত্বকের যত্নের জন্য এলোভেরা জেল খুবই পরিচিত এবং কার্যকরী একটি উপাদান। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অনেক প্রোডাক্টটেই অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়। ঠিক তেমনই ব্লেডের কাটা দাগ দূর করতেও অ্যালোভেরা জেল কার্যকরী ভূমিকা পালন করে। তাই ব্লেডের কাটা দাগ দূর করতে আমরা চাইলে একটি এলোভেরা গাছের ডগা কেটে তার সবুজ অংশ ফেলে দিয়ে শুধু জেলটুকু বের করে নিয়ে শুকনো ক্ষতস্থানে কিছু সময় ধরে মালিশ করে রেখে দিতে পারি। এতে কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ব্লেডের কাটা দাগ দূর হয়ে যাবে।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
নারিকেল তেলঃ- নারিকেল তেলে থাকা বিভিন্ন উপাদান আমাদের বিভিন্ন কাটা দাগ দূর করতে সাহায্য করে। তাই আমরা চাইলে একটু গরম নারিকেল তেল নিয়ে ব্লেডের কাটা দাগে লাগাতে পারি। এই উপায়টি কিছুদিন ধরে অনুসরণ করলে ব্লেডের কাটা দাগ খুব সহজেই চলে যাবে।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
লেবুঃ- লেবুতে থাকে ভিটামিন সি ও আলফা হাইড্রোক্সাইড যা আমাদের চামড়ার বিভিন্ন দাগ দূর করতে সাহায্য করে। তাই লেবু রূপচর্চায় ব্যবহৃত একটি অন্যতম জনপ্রিয় উপাদান। যেটি ত্বকের কোন ক্ষতি করে না। তাই আমরা চাইলে লেবুর রসের সাথে সামান্য গোলাপজল বা ভিটামিন ই তেল ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা চাইলে সরাসরি লেবুর রস ব্লেডের কাঁটা দাগে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সেটি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারি। এই প্রসেসটি ব্যবহার করতে থাকলে ব্লেডের কাটা দাগ খুব সহজেই দূর হয়ে যায়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
চন্দন কাঠের গুঁড়োঃ- চন্দন কাঠের দূরতে থাকে আমাদের ত্বককে মসৃণ এবং সুন্দর করার ক্ষমতা যা চামড়া থেকে যেকোনো ধরনের কাটা দাগ দূর করতে সাহায্য করে। তাই আমরা চাইলে একটু চন্দন কাঠের গুড়ো এবং এতে সামান্য পরিমাণের দুধ অথবা গোলাপ জল মিশিয়ে আমাদের যেকোনো কাটা দাগ বা ব্লেডের কাটা দাগে লাগিয়ে রাখতে পারি এতে খুব উপকারী ফলাফল পাওয়া যায়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
টি ট্রি অয়েলঃ- টি ট্রি ওয়েলে থাকে এন্টি ইনফ্লামেন্টারি উৎপাদন যা আমাদের ত্বক কে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। আমাদের ত্বকের জন্য সকল পুষ্টি উপাদান সংগ্রহ করে। তাই আমরা চাইলে আমাদের ব্লেডের কাটা দাগে কয়েক ফোটা টি ট্রি অয়েল সামান্য পরিমাণ পানি বা গোলাপজলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি এতে খুব দ্রুত কাটা দাগ অর্থাৎ ব্লেডের কাটা দাগ দূর হয়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
শসার রসঃ- শশার রসে থাকে বিভিন্ন দাগ দূরকারী উপাদান। তাই আমরা চাইলে একটি শসার অর্ধেক নিয়ে তার সাথে একটি বড় সাইজের লেবুর রস ব্লেন্ড করে ব্লেডের কাঁটা লাগে লাগাতে পারি। লেবুতে থাকা সাইট্রিক এসিড আমাদের ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখে এবং শশায় থাকা উপাদান আমাদের দাগ দূর করতে সাহায্য করে তাই এটি কিছুদিন ধরে ব্যবহার করলে ব্লেডের কাটা দাগ দূর হবে।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
পেঁয়াজঃ- আমরা সকলেই জানি পেঁয়াজে থাকে এন্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যার কারনে ত্বকের কাটা দাগ দূর করতে এটি খুবই জনপ্রিয় একটি উপাদান। তাই আমরা যদি নিয়মিত তিন থেকে চার বার করে তাজা পেঁয়াজের রস ব্লেডের কাটা দাগে ব্যবহার করতে পারি তবে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এটি কাটা দাগ দূর করার সাথে সাথে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
রসুনের রসঃ- রসুনের রস আমাদের বিভিন্ন কাটা দাগ দূর করে ও নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। এন্টিব্যাকটেরিয়াল ও এন্টি ইনফ্লেমেন্টারি উপাদান সমৃদ্ধ রসুনের রস আমাদের শরীরের ব্লেডের কাটা দাগ দূর করে এবং ত্বককে স্বাস্থ্যকর ও সুন্দর রাখে।
নিম পাতাঃ- নিম পাতা ও নিম গাছের ডাল স্বাস্থ্য এবং ত্বকের জন্য খুবই উপকারী। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বকের ক্ষতিকর এবং দেহের ক্ষতিকর বিভিন্ন উপাদান দূর করে। তাই আমরা চাইলে কিছু পরিমাণ নিমপাতা ব্লেন্ড করে ব্লেডের কাটার স্থানে লাগাতে পারি। এটি কিছুদিন লাগালে খুব ভালো ফলাফল পাওয়া যায়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay
পানিঃ- প্রতিদিন যদি কোন ব্যক্তি দুই থেকে আড়াই লিটার পানি পান করে তবে তার ত্বক এবং শরীর দুটিই স্বাস্থ্যকর থাকবে। পানি আমাদের দেহে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। এবং ব্লেড সহ বিভিন্ন কাটা দাগ দূর করতে পারে
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
গ্রিন টিঃ- একটি তুলো দিয়ে বল তৈরি করে গ্রিন টি তে কিছুক্ষণ ডুবিয়ে রেখে এরপর কাটা দাগের মাসাজ করা যেতে পারে। এতে আমাদের ব্লেডের কাটা দাগ হালকা হবে ও ত্বক স্বাস্থ্যকর থাকবে।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
মধুঃ- মধুতে থাকা বিভিন্ন উপাদান আমাদের দাগ দূর করতে সাহায্য করে। এতে থাকা বিভিন্ন উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারি। তাই আমরা চাইলে দিনে ৬/৭ বার ব্লেডের কাঁটা স্থানে বা কাঁটা জায়গায় দিনে ৬/৭ বার মধু লাগিয়ে কিছুক্ষুন অপেক্ষা করে ধুয়ে ফেলতে পারি।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
ভিটামিন ই তেলঃ- ভিটামিন ই তেলে থাকা বিভিন্ন উপাদান ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। তাই আমরা চাইলে আমাদের ব্লেডে কাঁটা স্থানে ভিটামিন ই তেল ব্যবহার করতে পারি। এতে চামড়া টানটান ও মসৃণ হবে।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
কলাঃ- কলায় থাকা বিভিন্ন উপাদান আমাদের ত্বকের দাগ কমায় ও টানটান রাখে। তাই আমরা চাইলে একটি কলাকে ব্লেন্ড করে ব্লেডের কাঁটা দাগে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে পারি এতে খুব সহজে কাটা দাগ দূর হয়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay
বরফঃ-বরফ আমাদের ত্বকের ওপেন পোরস করতে সমস্যা দূর করতে সাহায্য করে। এটি ত্বকের কাটা স্থানে দাগ দূর করে। তাই আমরা চাইলে এই টুকরো বরফ আমাদের ব্লেডের কাটা জায়গায় কিছুক্ষণ ধরে মাসাজ করতে পারি এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
কাঠবাদামঃ- কাঠবাদাম আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি আমাদের ত্বকের বিভিন্ন কালো দাগ সহ আমাদের চামড়ার বিশেষ যত্নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা চাইলে কয়েকটি কাঠ বাদাম একটি পাত্রে একদিনের জন্য ভিজিয়ে রেখে পরে সেটি ব্লেন্ড করে একটি ঘন মিশ্রণ তৈরি করে আমাদের ব্লেডের কাটা দাগে লাগাতে পারি। এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
আলুঃ- আমরা চাইলে একটি আলু ব্লেন্ড করে রস ছেকে নিয়ে আমাদের ব্লেডের কাটা দাগে লাগাতে পারি। আলুু আমাদের ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে। এর পাশাপাশি এটি ব্লেডের কাটা দাগ দূর করতে সাহায্য করে।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
লেভেন্ডার অয়েলঃ- লেভেন্ডার অয়েল আমাদের ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকে পুষ্টি যোগায়। এর পাশাপাশি এটি চামড়া কে মসৃণ এবং টানটান করে। এটি ত্বকের যাবতীয় কালো দাগ দূর করতে সাহায্য করে। তাই আমরা চাইলে ব্লেডের কাটা স্থানে লেভেন্ডার অয়েল মাসাজ করতে পারি।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
মেথিঃ- মেথি আমাদের ত্বক ও চুলের জন্য খুবই উপকারী এবং জনপ্রিয় উপাদান। মেথি আমাদের চামড়াকে যেমন উজ্জ্বল ও সুন্দর করে এর পাশাপাশি একটি কালো দাগ দূর করে। তাই আমরা চাইলে ব্লেডের কাটা দাগে মেথির পেস্ট ব্যবহার করতে পারি। এছাড়া মেথি সিদ্ধ করে সেটির মিশ্রণ ব্যবহার করতে পারি।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
টমেটোঃ- আমরা সকলেই জানি ত্বকের যত্নে টমেটো একটি খুবই কার্যকর এবং জনপ্রিয় উপাদান। এটি ত্বকের বিভিন্ন ময়লা দূর করার সাথে সাথে ত্বকে কালো দাগ ছোপ দূর করে। তাই আমরা চাইলে ব্লেডের কাটা দাগে টমেটোর রস ম্যাসাজ করতে পারি। এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
দইঃ- টক দই আমাদের শরীরের জন্য যেমন উপকারী ঠিক তেমনি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এটি আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। তো কেউ উজ্জ্বল এবং সুন্দর রাখে। তাই আমরা চাইলে ব্লেডের কাঁটা লাগে দই ব্যবহার করতে পারি। চাইলে দইয়ের সাথে সামান্য পরিমাণ খাটি হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারি। এতে খুব সহজে ব্লেডের কাটা দাগ দূর হয়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay |
বেকিং সোডাঃ- আমরা চাইলে ত্বকের যত্নে বেকিং সোডা ব্যবহার করতে পারি। এতে আমাদের ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়। তাই বেকিং সোডার সাথে সামান্য পরিমাণ পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে আমাদের ব্লেডের কাঁটা লাগে লাগাতে পারি। এতে খুব ভালো ফলাফল পাওয়া যায়।
ব্লেড দিয়ে কাটা দাগ দূর করার উপায়/Hater Kata Dag Dur Korar Upay
আমরা চাইলে এই পদ্ধতিগুলো ব্যাবহার করে যেকোনো কাটা দাগ বা কালো দাগ দূর করতে পারি।
0 মন্তব্যসমূহ